আমাকে ভাবিস না,
আমি চলে গেছি বহুদূর;
অরিন্দমদের সে অরণ্যে, যেখানে নেই কোনো কুটির,
নেই বিজয় হাস্য মুখর কোনো সুর;
শুধু আছে মাটি; পরাজিত পেখমগুলো খুলে রাখবার শান্তি;


তবে তোকে হতে হবে দেয়াল;
শতবার বিদ্ধ তবু প্রতিরোধ চালাস অবিরত;
ফেলে দিলে জেগে উঠবি আবার,
উদ্যত খড়গের মতো; নোয়াবি না মাথা
কখনোই হবি না নত;
তোর দেয়ালে অনিবার্য যা রণভূমির ক্ষত
তার প্রতিটি ফোঁটা রক্তে ঝরুক
কিংবদন্তী বিদ্রোহের অঞ্জলি যত;
শতবারের পর সহস্রবার তারপরে যদি আর
উপড়াতে না পারিস কংসদের ভিত,
আমার কথা সেদিন ভাবিস;
ব্যর্থ ক্লান্ত অরিন্দমদের এ অরণ্যে
পরাজিত পাখনাগুলো খুলে রাখবার শান্তি পেতে আসিস ।


(১২.০৪.২০২২)