অশান্তিরা জ্বেলেছে আগুন,
নিভে যাবে না তারা আর কোনোদিন;
যেমন মুছে যাবে না চাঁদের কালিমা,
জমে যাবে আরো পৃথিবীর কাছে,_ নির্বোধ মানুষের ঋণ;  
আর থামবে না শোণিত সে অশ্রু নদী, যার নাম ফিলিস্তিন;
সিরিয় শিশুদের ফুলেল গালে, থামবে না প্রবাহমান কান্নার দাগ;
খন্ডে খন্ডে আরো খন্ডিত হবে, মানবেরা তুলে নেবে অহংকারে,
বিভেদে বৈষম্যে দুর্বিনীত, পৃথিবী থেকে তার কুটিল ভাগ;  


অশান্তিরা জ্বেলেছে আগুন,
স্বর্গ থেকে আর ঝরবে না কোনো স্নেহ;
প্রকৃতি থেকে এসেছে অশনি!
দুর্লভ হয়ে গেছে সৎকার, মানুষের শব দেহ;


অশান্তিরা জ্বেলেছে আগুন,
তবু রাজপথে নেই দ্রোহ,_ ঐক্যের কোনো মহিমা;
মসনদ থেকে অলীকের কুঁড়েঘরে,
ভাঙছে ওরা জীবন সীমান্তে,_ সীমা থেকে পরিসীমা;


অশান্তিরা জ্বেলেছে আগুন,
               নীলকন্ঠ আজ কবিতার সব শব্দেরা;
মুখে মুখে মুখরিত হয় স্বর্গের বিধান,
তবু শান্তির সামান্য একটি ফুল,_
                 ফোটাতে দারুণ ব্যর্থ হয়ে পড়ি আমরা।


(৩০.০৫.২০২১)