উফ! করবে না;
বলবে না, আর কত শুনবো তোমার অনুরাগের অনুলিখন;


জানি তোমার কাজ আছে,
সত্যকে বসাতে চাও বিগ্রহের মতো মানুষের বিরোধের মাঝে;
যদি চাও, আমি উড়াবো সত্য ইতিহাসের পতাকা তোমার সাথে,
দরিদ্রের জন্য হবো দস্যু রবিন লুট করবো রাজার ধন-সম্পদ,
এ খরদাহ খুঁড়ে এনে দেবো তোমাকে ঋদ্ধ চেতনার জল খচিত দিন;


তবে তার বদলে আমিও চাইবো অধিকার,
তোমাকে করে তুলবো নীল সমুদ্র দ্বীপের রহস্যময় জলকন্যা,
সেই বাদশাহ পয়গম্বরের মতো পাখিদের অরণ্যের সম্রাজ্ঞী,
আর আমার কবিতার সবচেয়ে হৃদয়বান মিষ্টি দেবী;


বলো, কথা দিতে পারবে কী?
তাহলে সমাজ বদলের সকল অভিযানে থাকবো তোমার পাশে,
যদি নিঃস্ব হতে হয়, হবো সকল সর্বনাশে, শুধু তোমাকে ভালোবেসে।


(২৯.০৪.২০২২)