যে অল্প ক’জনা আছো আমার জীবনে,
তার মাঝে হে প্রিয় তুমিও একজন;
কখনো মলিন করিনি তাদের,
সেরকমই পবিত্র আছো, তুমিও এখন;


ভালোবাসার পাঁক ঘেটে সিদ্ধ যারা,
আমায় বলে, আমি নাকি নাড়াবুনে শ্রেনীর;
তাই হোক!
কেটে যাক নিদারুণ বিরহে, দিনগুলি নির্বিকারই;


যাদের ভালোবাসতে ইচ্ছে হয়,
তারাই পেতে থাকুক না,
তোমাদের তকমা মারা প্রসিদ্ধ ভালোবাসা;
আমায় একটু একা হতে দাও,
তুলে নিলাম দায়, খোঁজ রেখো না।


(২৪.০৩.২০১০)