পড়তে পড়তে সন্ধ্যা নামে;
সন্ধ্যার বাতাসে ভেসে আসে
দূর থেকে তোমার কন্ঠের গান;


শুরু হয় নক্ষত্রদের পতন;
যেন ঝরে ঝরে পড়ে ওরা
আমার এ বুকের সহস্র অভিমান;


ঘাস ফুল নদী, সব জ্বলে ওঠে!;
শুধু জ্বলে নাতো আমার এ বুকে,


বসবাস করে যে পাষাণ।


(১২.১০.২০২০)