আমার অভিমান পাহাড়ের মত মৌন;
সমুদ্রের উচ্চতম ঢেউয়ের মতো অনুরোধ করলেও
                             আমার বুকে তা গৌণ;


এরপর, আমার অভিমান নীহারিকার মত রহস্যময়,
গভীর বিমুখ যন্ত্রণা দেখা দেয়, অভিমানী কিছু গদ্য কবিতায়;
ছান্দসিকের ছুরিকাঘাতে নিহত হয় কবি অহংকার;
আর নির্লজ্জ চ্যাংড়া লিখে ফেলে,
                               আমার “অভিমানের” প্যারোডি;


আরো কি দুঃখ দেবে তুমি!?
চাঁদের আঙ্গিনা ভেঙে ভেঙে আবার চলে যাবে দূরে!
তুমি কি আর ভালোবাসবে না, বলো?
জ্বেলেছি তো শত প্রদীপের আলো,
দূর করেছি হৃদয় থেকে বহু অন্ধকার;
কিছু না হয় থাকুক অন্ধকার, কোনো কোনো আঁধারে,
                                 গভীরতা বাড়ে ভালোবাসার;


চুপিসার কথার ধ্বনি ভিজিয়ে দেয় মন,
                                     স্পর্শে তৈরী হয় বিদ্যুত;
নিষিদ্ধ ফলের উত্তেজনায়,
আসে অলীক বাগান থেকে বিতাড়িত হবার উন্মুখ শিহরন।


(০৫.১২.২০২০)