আমার অভিমান পাহাড়ের মত মৌন;
সমুদ্রের উচ্চতম ঢেউয়ের মতো অনুরোধ করলেও
আমার বুকে তা গৌণ;
এরপর, আমার অভিমান নীহারিকার মত রহস্যময়,
গভীর বিমুখ যন্ত্রণা দেখা দেয়, অভিমানী কিছু গদ্য কবিতায়;
ছান্দসিকের ছুরিকাঘাতে নিহত হয় কবি অহংকার;
আর নির্লজ্জ চ্যাংড়া লিখে ফেলে,
আমার “অভিমানের” প্যারোডি;
আরো কি দুঃখ দেবে তুমি!?
চাঁদের আঙ্গিনা ভেঙে ভেঙে আবার চলে যাবে দূরে!
তুমি কি আর ভালোবাসবে না, বলো?
জ্বেলেছি তো শত প্রদীপের আলো,
দূর করেছি হৃদয় থেকে বহু অন্ধকার;
কিছু না হয় থাকুক অন্ধকার, কোনো কোনো আঁধারে,
গভীরতা বাড়ে ভালোবাসার;
চুপিসার কথার ধ্বনি ভিজিয়ে দেয় মন,
স্পর্শে তৈরী হয় বিদ্যুত;
নিষিদ্ধ ফলের উত্তেজনায়,
আসে অলীক বাগান থেকে বিতাড়িত হবার উন্মুখ শিহরন।
(০৫.১২.২০২০)
দারুন প্রেম-বিরহের কবিতা। দেশ ভালো লাগলো সুপ্রিয় কবি।
কবি অনবদ্য। কোথাও এক সমর্পণ গোটা কবিতা জুড়ে। এক প্রেমের আর্তি। কবি সত্যই সমর্পণেই প্রেমের স্বার্থকতা। মুগ্ধ কবি। তবে কবি এ অসাধারণ রচনায় কেন এ পংক্তির সংজোযন “আর নির্লজ্জ ________________”। এ পংক্তি ছাড়াও এ কবিতা অনন্য । কি জানি হয়ত মূর্খের মত ভুলই বুঝলাম। হয়ত স্বার্থকতা এই পংক্তিতেই। তবে তাও যদি হয়। লজ্জা নেই আমার বা দুঃখও। সৎ আমি আমার মূর্খামীতে।
সুন্দর ও মুগ্ধকর প্রকাশ প্রিয় কবিজী। অনেক ভাল লাগা রইলো। ভাল থাকবেন সতত।
অসাধারণ৷ হয়েছে মেরে ভাই।
ভালোবাসার ভাষাখানি
চিরকাল অম্লান করি
রাখবো একে ধরি,
বড়ো অভিমান এ বুক জুড়ে
যেওনা কভু তুমি ছাড়ি,
তোমায় ছাড়া কেমনে দেবো
বলো এ জীবন নদী পাড়ি।
ভালো লিখেছেন । ভালো থাকবেন সতত প্রিয় কবি।
আহা অপূর্ব এক কথায়!প্রেমপূর্ণ অভিমানে এমন অনবদ্য সৃষ্টি, চলুক তবে এই পর্ব।পরবর্তীর অপেক্ষা...
শুভেচ্ছা কবি। ভালো থাকবেন খুব।
খুব সুন্দর করে মনের অনেক কথাই বলে গেলেন প্রিয়কবি।সত্যি বলতে কি জানেন
প্রথম যে দুটি লাইন লিখলেন এক্কেবারে আমার মনের কথা।জীবনের সাথে মিলে যায়।আরো একটি কথা আপনাকে না বললে শান্তি পাব না।আমার গতকালের কবিতা"মা আমার সম্বল" কবিতাটি আমার উপজেলায় সাপ্তাহিক পত্রিকায় ছোট কবিতা প্রকাশ করার জন্য ১৫০কবিতা জমা পড়েছে।তার মধ্যে দশটি কবিতা প্রকাশ করা হবে।আমার কবিতা ৩ নাম্বারে সিলেক্ট করা হয়েছে। ও আপনি তো পড়েনও নি বুঝবেন কেমনে ভাল না খারাপ।যাক হয়তো সময় পাননি বা পড়েছেন ভাল লাগেনি তাই মন্তব্য করেন নি। দোয়া করবেন।শুভকামনা রইল।
চুপিসারে কথার........ বিদ্যুত.. অসাধারন চয়ন।।
অনবদ্য, শিহরিত।। শুভকামনা রইলো প্রিয় কবি।।
চমৎকার রূপকে আবেগময় প্রেম বিরহের কবিতা, ভাল লাগলো, শুভেচ্ছা ও শুভকামনা রইল।
অপূর্ব প্রকাশ পেয়েছে প্রিয় কবি
শুভকামনা রইল সদা
পুরোটাই পড়লাম প্রিয় কবি
ভীষণ ভালো লাগলো, এবং সত্যি খুব ভালো লাগছে, শুভেচ্ছা এবং ভালোবাসা রইলো আপনার জন্য।
সত্ত্যিই আপনার অভিমান নীহারিকার মতো রহস্যময়। অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি।
উপমা সমৃদ্ধ অপূর্ব প্রেম-বিরহের রূপক কাব্য।
শুভেচ্ছা জানবেন ,কবি বন্ধু।
অনন্য আবেগময় জীবনমুখী প্রেম বিরহের কবিতা মঞ্জরির অপূর্ব উপস্থাপন।
খুব ভালো থাকবেন, প্রিয় কবি।
শুভেচ্ছা অবিরত।
রূপকের মাধ্যমে প্রেম-বিরহের অভিমানে এক নতুন কাব্য আবিষ্কার করলেন কবি। সদা সুন্দর থাকুন শুভার্থী ।
আমি বরাবর অভিমান কে ভালোবাসি,
বিরহের মাঝেও একটা অভিমানী প্রেম থাকে
অতি সূক্ষ্ম খাঁটি প্রেম....
আর সেই অভিমান আপনার মত দক্ষ কবির হাতে দিয়ে গড়িয়ে দিতে পারে আকাশচুম্বী এক কবিতা।। তাই অভিমানের জয় হোক।।
অসাধারণ কথামালায় সাজানো বিরহের বাতাবরণে চমৎকার সুন্দর এক কবিতা।। ভীষণ ভালো লাগলো।। হার্দিক শুভেচ্ছা রইল প্রিয় শ্রদ্ধেয় বরেণ্য কবি।।ভাল থাকবেন সুস্থ থাকবেন সবসময়।।
অভিমানে অনুরাগে যদি হয় এমন সুন্দর কাব্য তবে অভিমান'ই ভালো। তবে অভিযোগের যদি হয় তবে আর নয় অভিমান। অনেক অনেক ভালো লাগলো কাব্য পাঠে প্রিয় কবি।
খুব সুন্দর কবিতা। নতুন শব্দও শিখলাম। তবে হাসলাম, ঐ যে বললেন, "চ্যাংড়া লিখে ফেলে আমার অভিধানের প্যারোডি...."
অনেক সুন্দর শুভকামনা কবি।
কবি অনিত্য সুন্দর প্রেম বিরহের অভিমান, খুবই ভাল লাগল পাঠে মুগ্ধতা রাখিলাম ধন্যবাদ।
বন্ধুর পথচলা একেবারে ঠিক জায়গায় আছে! এভাবে ভাবার কিছু নেই। যার যা মন চায় তাই লিখে জান্নাত বা জাহান্নামে যাক! সেদিকে খেয়াল করার সময় কোথায়! অভিমান-৫ এর মতো সৃষ্টি কিভাবে বেরিয়ে আসবে, আমি তেমনটাই সর্বদা প্রত্যাশা করবো! মোটেও অতিরিক্ত বলিনি! বন্ধু আমি ভালো লিখতে না পারলেও ভালো চিনতে ভুল হয়না! সাদামাটাই মানুষকে আকর্ষণ করে। রফিক আজাদের বিখ্যাত সব লেখা আছে। “ভাত দে” দিয়েই মানুষ তাঁকে চিনে। “আমার ভাইয়ের রক্তে রাঙানো” এমন কোন আহামরি কিছু নয়, সাদামাটা। কিন্তু আজ! দোয়া থাকলো বন্ধুর প্রতি।
প্রিয় কবি
হৃদয় ছুঁয়ে গেলো অভিমান দেখে
ভালো থাকুন নিরন্তর
কবি মন ছুঁয়ে গেলো, মুগ্ধ হলাম
শুভ সকালের অনন্ত শুভেচ্ছা ,
ভালো থাকুন সদা
অসাধারণ লেখনী!!
অনন্য ভাষার অর্থপূর্ণ গভীরভা,, শুভকামনা রইল শ্রদ্ধেয় কবি!!!