আমি কি ধরনের একজন মানুষ


আমার আত্মার আঙ্গিনার প্রাণকেন্দ্রে
প্রবল প্রস্ফুটিত আছে তা নূরানী আলোকে;
খোদিত আছে আমার আত্মার পাথরে
বিধাতা যেরকম লিখে দিয়েছিলেন নিজের আঙ্গুলে,_ মসীহকে;


আমার আত্মার ভেতরে আমি,_ কোন ধরনের মানুষ
তা সূক্ষাতিসূক্ষ ভালো করে জানি,_ শুধুমাত্র আমি;


শুধু জেনে নিতে,_ হলো প্রচন্ড বিফল
আজন্মকাল ধরে চেনা এ অচেনা পৃথিবী!


এই পৃথিবীর কঠিন ক্রুর দৃষ্টিতে আমি
থেকেছি সর্বকাল একজন মানুষ,_ সম্পূর্ণরূপে বহিরাগত ও বেনামী।


(০৭.০৫.২০২১)