ভালোবাসতে বাসতে
একঘেয়ে হয়ে গিয়েছিলো জীবন;
একদিন দুজনেই খুলে দিলাম বাক্স পেন্ডোরা;
আহ! সাত দিনে সাত প্রকার মদির বিষ
পানে, জীবন ছুটলো হা হা করে উর্ধ্বে,
তুঙ্গ থেকে উতুঙ্গে,
বিষ বৃক্ষের মাথা ছাড়িয়ে, উর্ধ্বে আরো উর্ধ্বে
মুক্ত লালসায় উম্মাদনার নিখিলে;


তারপর;


সমগতিতে ভূমি গ্রাভিতাসে দীর্ণ ধপাসে,
ছিটকে গেলাম দু’জনে দু’দিকে,
অবাধ শ্বাস-প্রশ্বাস, আনকোরা প্রেম আর প্রথাগত চক্র সন্ধানে!


(১৮.০৫.২০২০)