ক্লান্ত ক্লিষ্ট দিনের শেষে,
ঘুম আসে মৃত্যুর মতন;
তবু খোলা রাখি মোবাইল ফোন,
বলাতো যায় না, রাজকুমারীর কৃপা হয় কখন?


পার্কবাদামের দিনতো আর নেই,
এখন অবিরত চলে দরকষাকষি, তোমার সাথে;
ভালোবাসার চূড়ান্ত চুক্তিতে     - কি কি পাবে?
                                    - কি কি হারাবে?
মাঝে মাঝে শোনাও সতর্ক সংকেত,
অনেক গ্রাহক কিন্তু অপেক্ষায় আছে;


ভালোবাসার নিক্তিপাল­া তো নেই!
যদি পেতাম, মেপেটেপে তোমায় দেখিয়ে দিতাম;
সন্তুষ্ট হতে, হতো সমঝোতা, চিরতরে যুদ্ধবিরতি
                           অথবা নির্ঘাত চিরবিচ্যুতি।


তবু শেষ হতো যন্ত্রনা সর্বনাশা,
এরপর শুরু হতো বেদনা বোদলেয়ার....  


একা একা, ঐ উচুর মেঘকে শুধু ভালোবাসা।


(রচনাঃ ২৯.০৮.২০০৮)
(শুক্রবার, বিকাল ৩টা)