অন্ধকুপের পোকার মুখে ধর্ম মুক্তি বাণী,
সেই মুখেতেই শুনি সবাই ইবলিশেরই ধ্বনি;
এরাই হলো বহুরূপী হানাদারের জাতি,
চায় নেভাতে বাংলাদেশের স্বাধীনতার বাতি;


ধর্ম সফেদ বুলি ছোটায় হাসছে কোথায় দেখো!
যেথা আছে অশীল কথা নাচছে বাঁদর যতো;
দ্বিমুখী সব সর্প এরা ধর্ম বাণী শোনায়,
ভন্ড দলে মগজ ধুয়ে উগ্রবাদী বানায়;


অসভ্যতা পড়িস ওরে ধর্ম বাণী বলে ?
সবাই যদি বুঝে সেটা ডুবে যাবি জলে;
এই জন্যই ছদ্মবেশে মুখ লুকিয়ে রাখো!?
নর্দমারই পোকামাকড় ময়লা রূপে থাকো;


সর্বনাশা পোকার দলে কাটছে বাংলাদেশ,
মুক্তিযুদ্ধের আগুন দিয়ে করবো তোদের শেষ।


(২৫.০১.২০২১)


ধরন: চতুর্দশপদী
ছন্দঃ স্বরবৃত্ত
মাত্রাঃ ১৪ মাত্রা (৮+৬)