রাবীন্দ্রিক রাবীন্দ্রিক
মাঝে মাঝে সাজো তুমি;


যেদিন সাজো,
কি যে এক চমৎকার আলো
খেলা করে তোমার মুখে;


যেদিন সাজো,
শত কর্মপ্রহরেও করি প্রার্থনা;
সুখে রেখো তুমি এই মেয়েটিরে;


আবার সাজবে যেদিন,
যদি থাকি শত শত ক্রোশ দুরে,
অথবা স্মৃতির ওপারে!
খুঁজে না পেয়ে এই কবিটিরে তখন;


মন খারাপ হবে কি তোমার?
রাবীন্দ্রিক সাজবতী মেয়ে!


(জুলাই ০১, ২০১০)


(এখনো স্পষ্ট  মনে আছে, সে এসে দাড়িয়েছিলো, অনেক তলা উচুতে, আমার অফিস কক্ষের দুয়ারে, জানালা দিয়ে সূর্যের আলো এসে পড়েছিলো তার গালে, তার কানে কাঠের সুন্দর দুল আর ঐ প্রভা, তাকে রাবীন্দ্রিক ললনায় রূপান্তরিত করেছিলো। সত্যিই আমি আজ সময়ের ব্যপ্তিতে শত শত ক্রোশ দূরে। আর হারিয়ে গেছে আমার রাবীন্দ্রিক সাজবতী মেয়ে। এ কবিতা সে পড়েছিলো।  সেকি আমাকে মনে করে?! কে জানে!)