(রাজা এবং উপাসক)


রাজা এবং উপাসক,
প্রতীচীধামে পৃথক;
উপাসককে বাঁচাতে
রাজা থেকে নয়;
বরঞ্চ রাজাকে বাঁচাতে,
উপাসকের উতসাহীতা থেকে;
যাতে রাজ্য চলে অহিংস সদা-সুখে।


(ডাইপার)*


রাজনীতির পেশায়,
যারা আছে নিয়োজিত; তাদেরকে,
অবুঝ শিশুদের ডাইপারের মতো;
ঘনঘন বদল করো নির্বাচনে;
শিশুদেরটা বদল করছো কেনো?
ঠিক একই কারণে।


(২১.১০.২০২০)
(*Inspired & formed from the dialogue quote of the movie, Man of the Year, 2006)