আমরা কবিরা রাজকীয়, ইতরের ভাষা জানি না,
কবিতার রাজ্যে ইতরের দল, করছে ইতরপনা;
ইদুরের মতো লাফাচ্ছে ইতর, কি অসভ্য হুড়োহুড়ি,
বাঁদর প্রেতিনী বেয়াদপ দল, কোলা দাদুরের সর্দারি;


যদি বুঝতিস রবি নজরুল, কাটতি না ইতর ছড়া,
নর্দমার মতো অশ্লীল কথা, ইতর স্রোত গন্ধে ভরা;
কবিতার ঐশ্বর্য ইতরের দল, কখনোই বুঝবে না,
ইতরের মতো কাটবে কুৎসা, কবিতা তা হবে না;


সাবধান করি ইতর তোদের, করিস না সীমা লঙ্ঘন,
আমাদের কবি আভিজাত্য, ভালো জানে ইতর দমন;  
সুশীল কবিতার রাজ্য থেকে, ঘাড় ধরে বের করে দেবো,
কবি ঐশ্বর্যের খড়গে তোদের, ছড়া-ইতরপনা ছাড়াবো;


হানাদার লাথি মধু লাগে ইতর!, তেতো বাংলার স্বাধীনতা!
আমরা কবিরা রাজকীয়, কৃতঘ্ন ইতরের ঘরে জন্ম না।


(০৯.০১.২০২১)