তোমার রাঙা ঠোঁটের কাছে রাঙা আপেল দেখলেই,
মনে পড়ে স্বর্গোদ্যান,
                      শয়তান আর পৃথিবীতে নিক্ষেপ;
চিরকালীন আক্ষেপ, ফিরে যেতে আবার সে স্বর্গোদ্যানে;


শয়তানের বীজ অঙ্কুরোদগমে, মানব পান করে মদির রক্ত,
মানবের, প্রকৃতির, এই সমগ্র পৃথিবীর;
পৃথিবীর আদি থেকে মানবই শত্রু, মানবই বীর,
স্পষ্ট দেখি আমি অন্তে মানব রক্ত মুখশ্রীর_ জয় জয়কার!


মানবের আলো অন্ধতা বধিরতা,
মানবতার গায়ে ছোঁড়া আগুন উন্মত্ততা,
অকারণ যুদ্ধ ধর্ম বিভেদে, যুদ্ধ শুধু যুদ্ধ_ রাজ্য গ্রাসে,
ঈশ্বর অজুহাতে কাঁপে এই মহা বিশ্ব মহা এক ত্রাসে;


দেখি বাক্স পেন্ডোরার অবমুক্তি, মানবের উপনয়ন,
দ্রোহ প্রেম হিংসা, বিরহ বেদনা, অসীম জটিল মিশ্র চেতনা,
স্বার্থপর মানবের বিশ্বাসঘাতকতা, কাম হর্ষ ঘৃণা,
মানবের সর্ব প্রকার ধর্ম কর্ম ব্রীড়া,_ আবেগ অনুভব
প্রবল ছুটে আসে হয়ে একজোট,


যখনই দেখি, রাঙা আপেলের কাছে তোমার রাঙা ঠোঁট।


(১৬.০১.২০২১)