রেখে গেলাম কিছু কবিতা লিখে;
কবিতাগুলো হয়তো আমার পরিচয়,
অথবা নাইবা হলো কোনো পরিচয়,
তা ব্যতিরেকে;
ঐ নদী সমুদ্র অরণ্য পাহাড় অথবা জীবন
তাদের নিবিড় কতগুলো অনুভবের হলোই বা কিছু পুনঃ অনুরণন;
যেমনটি লিখে গেছেন আমার আগে মহারথী অনন্য অনেক কবিগণ;
ভুল ভেবো না, আমি তাঁদের উচ্চতা কখনো স্পর্শ করতে পারিনি;


হয়তো বন্ধু তুমিও আছো যারা লিখছো,
আমার চেয়েও আরো অনন্য অপরূপ অনুভবে;
এই অপূর্ব কবিতার অমিয় পথে
সকলের মতো আমিও হয়েছিলাম তোমাদের সঙ্গী;
হয়তো মলিন নক্ষত্র, হয়তো অতিশয় বিরহী;
তবে আমিও জীবন ঘেটে ঘেটে দেখেছি,
তারপর পেয়েছি যন্ত্রণা, এসেছে কান্না,
সেসব দুঃখদের সহ্য করে নেবার জন্য, লেখা হয়ে গেলো কিছু কবিতা;


শব্দের খোঁজে এসেছে দিবস ও রাত্রে
কবিতার জন্য কাব্যিক উন্মাদনা কত অশান্ত প্রহরে;
ক্রুর বাস্তবতা মাঝে অনেকেই আছে,
কবিদের এই অস্থিরতা তারা বোঝে না,
বোঝে না তারা কবিদের কষ্টের সীমানা ভেঙ্গে পড়ে নিরন্তর অসীমে;
দোষ অবশ্য তাদেরও দেয়া যায় না,  
হয়তো দ্যুতিময় কবিতারা
আমার কলমে কখনো জ্বলেনি তেমন করে নক্ষত্রের মতো;
তবু কারো কারো হৃদয়ের ছোট ছোট ঘরে
কোমল কিছু প্রদীপ হঠাৎ জ্বেলেছি, বলেছি কথা কবিতার স্বরে;


রেখে গেলাম কিছু কবিতা লিখে;
কেননা একদিন যখন মৃত্যু নামের এক নিশ্চয়তার সাথে
সময় কিংবা অসময় কোনো যুক্তিই মানে না যে,
তার সাথে দেখা হবে; অকস্মাৎ যেতে হতে পারে সেই অচিনপুরে,
তোমাদের কাছ থেকে যথাযথভাবে বিদায় না নিয়ে;


সেদিন এইসব জীর্ণ কবিতাদের মাঝে
কতটা ছিলাম আমি কবিদেরই মতন,_ তা তুমি খুঁজে পাবে;
খুব দুঃখী এই একদা আমাকে,_ একজন কবি এবং তার কবিতাকে।


(১৭.১১.২০২০)