গ্যাঞ্জাম করো না রূপসী,
চাঁদের মুখটাও কুঁচকে আছে বিরক্তিতে!
চড়া চড়া কথা বলো না,
ছিঁড়ে যাবে প্রশান্তির মখমল আস্তরণ,
উৎসুক হবে কুৎসাকারীর বাদুড় কর্ণগুলি;
মাথার মধ্যে বাজাতে শুরু করে দেবে
ধ্রীম ধ্রীম ড্রাম, টারজান ছবির আফ্রিকান জংলী;
একবার দেখে আসো আয়নায়,
তোমার মুখের সৌন্দর্যে এখন
সৃষ্টি করে রেখেছো তান্ডবীয় অনাসৃষ্টি!


তার চেয়ে বিষন্ণ করো মুখ,
জানালা দিয়ে তাকাও সুদূরে,
যেন দেখছো তুমি আনমনে,
যা কিছু একদিন ভুল করে ফেলে এসেছিলে;
বেদনা, অভিমান, বঞ্চনা ওরাও আসুক,
সকল মিলেমিশে তোমার মুখ,
কোমল ও মধুর রূপময় করে তুলুক;
স্থিরচিত্রের মতো
তোমার মুখের ঐ বিষন্ণ সৌন্দর্য
হৃদয়ের মন্দিরে আজীবন স্থাপিত থাকুক;


ভুলে যাই আমরা কেন জানি
তোমাদের খিলখিলে হাসিখুশির ঝর্ণার
প্রচুর মুহূর্ত;
অথচ রমণীদের বিষাদমাখা আনমনা মুখ,
সে অপরূপ রূপের ম্লান স্নিগ্ধতা,
কখনো যেন কিছুতেই ভোলা যায় না ।


(30.09.2021)