(৩)


সমুদ্রের কাছে গিয়ে
যুবকদের মনে পড়ে তোমার কথা!


তাদের কাছে
তোমার মোবাইল নাম্বার মোটেই দুষ্প্রাপ্য নয়,
সহজেই তারা তোমাকে জানায় আমন্ত্রন;


আর তুমি এতোটাই খুশি
শুধু জানতে বাকি,
সমুদ্রগামী পরের ট্রেনটা ছাড়ছে কখন?


সামুদ্রিক ঐ যুবকদের সত্যিই কি কোনো লোভ নেই?


শুধু লোভ দেখো আমার ভেতরে?
তুমি দেখেও কি দেখোনা আমার হৃদয়ে কত রক্ত ঝরে!


আমি আর কখনোই যাব না ঐ সমুদ্র শহরে!


আর যদিওবা যাই,
প্রথমেই সমুদ্রে দেবো ছুঁড়ে,


আমার অপ্রার্থিত মোবাইল ফোন।


(৪)


৪৫ মিনিট ধরে ভাঙ্গলো নদীর দু’ধার,
হৃদয় খামছে ধরা ৪৫ মিনিট হাহাকার,
ডুবে গেলো আমার পৃথিবী নূহের প্লাবনে
                                      বন্য আগুনে;

তুমি কথা বলেছো ঐ যুবকের সাথে
                                   ৪৫ মিনিট ধরে!


এরপর কেউ যদি উচ্চারণ করে - “৪৫ মিনিট”
আমি পোড়াবো চারিদিক,
কান্ডজ্ঞানহীন এক আগুন ঝড়ে।


(০৬.০৯.২০০৭)