এক মিষ্টি প্রজাপতি ওড়াওড়ি করে সারাদিন ধরে,
আমার আশেপাশে আমার আকাশে আমার নির্জন চরাচরে,
যখন ঘরে ফিরি তখনো যে সে আমার ঘরে, বুঝিনা কেমন করে?
আমার নির্জন বারান্দায়, আমার ক্লান্ত ঘুমের ভেতরে?
প্রজাপতি ওড়াওড়ি করে, শুধু উড়ে চলে স্বপ্নীল কন্ঠস্বরে।


দুষ্ট রঙিন প্রজাপতি, সুখের মতো যেনো এক কষ্ট,
কখনো হবে না সে আমার, তবুও হব না আমি নষ্ট।


প্রজাপতি আমাকে কষ্ট দেয়,
তবু নষ্ট ভাবনা আসেনা আমার মনে,
মূখোশ পরে ভালো সেজে যারা আসে
তাদেরকেই প্রজাপতি সবচেয়ে বেশি ভালোবাসে,
আর আমার দিন কাটে - প্রজাপতির নির্মম পরিহাসে।


প্রজাপতির সাথে দেখা হলো ভুল সময়ে,
আমার মুগ্ধতা কোনো দাগ কাটে না তার মনে,
অশ্লীলতা আড়াল করে সফল যৌবন নিয়ে যারা আসে,
তাদেরকেই প্রজাপতি সবচেয়ে বেশি ভালোবাসে,
আর আমার দিন কাটে - প্রজাপতির অবজ্ঞা আর অবিশ্বাসে।


প্রজাপতির অঙ্গে রৌদ্রহাসি আর আমার হৃদয়ে বৃষ্টি বিজন  
প্রজাপতির পাখার গভীর নীল রাঙাতে থাকে আমার ভূবন
প্রজাপতির ডানার তির তির কাঁপায় আমার বির্পযস্ত জীবন ।


(২৯.০৫.২০০৭)