আমি যা যা চাই
চেয়েছি
খুঁজেছি
একটি মেয়ের মাঝে,


তুমি তার কিছুই ছিলে না মেয়ে!


তবু বলোতো মেয়ে,
কেনো আমার এত দুঃখ জাগে?
কেনো আমার এত খারাপ লাগে?


পার হলো কত কাল মহাকাল,
এসে ঠেকেছে যেনো অনাগত এক শেষ দুয়ারে;
তবু নিবিড় ঘুম বিষন্নতারা, কেন বারে বারে জেগে ওঠে,


বলোতো মেয়ে,
কেনো ওরা আমাকে এত প্রশ্ন করে?



(জার্নাল অনুভবঃ ১৯.১২.২০০৭)
(রচনাঃ ১৫.১১.২০১৮)
(পুনঃলিখনঃ ১৭.০৫.২০২০)


(অপরূপা, প্রজাপতির মতো ছটফটে এক টুকরো গোলাপ! তবে ভীষণ বস্তুবাদী অথচ কবি হৃদয় পুড়ে গেলো! বস্তুবাদীতা তো কবিদের জন্য হেমলক! তাহলে! যেদিন চলে গেলো, সেদিন যখন বাসে করে ফিরছিলাম, এয়ারপোর্ট রোড, জানালা দিয়ে বাইরের অন্ধকারে এক মনে তাকিয়ে আছি, লড়াই চলছে, ভাবছি, ভালোই হলো, সহ্য হতো না, তারপরও হঠাৎ, একদম হঠাৎ, ইংরেজী এই চার পঙক্তি মনন ফুঁড়ে জেগে উঠলো - All i wanted in a Girl / She was never that / But do tell me Girl / Why i feel so sad / Why i feel so bad.  – এখান থেকেই রুবাইয়া - ৫! চলে গেলো আর রেখে গেলো দহনজাত কিছু দুর্বল অনুভুতিময় অকবিতা, যা দিয়ে আজ সবাইকে দারুন বিরক্ত করে চলেছি! মার্জনা! কোন একদিন কি দেখা হবে! রবি’র অথবা সুনীলের কবিতার মতো! জীবনের ক্রুর বাস্তবতার মাঝে জীবন কি কবিতার মতো হবে!)