অতীতের দুয়ার খুলে এসেছো যেন তুমি,
পরেছো অতীতের নস্টালজিক রঙ;
কি যে সুন্দর এ সাদা কালো ছবি,
কি যে সুন্দর এ সরল ঢঙ;


আরো বেশি করে প্রেমে পড়ে গেছি,
তুমি যে কবিতার মতো দাঁড়িয়ে;
নিয়ে এলে যেন তুমি অনুভব,
সরল সময়ের সে বন্ধন,
        যা আজকাল গেছে হারিয়ে;


তোমাকে খুঁজে পাবো যেন তখনই,
পাঠালে ব্যাকুল চিঠি, হাতের স্পর্শে লেখা;
আর্ত বেজে ওঠে যদি অতীতের টেলিফোন,
তবে হবে অভিসারে, কৃষ্ণচূড়ার তলে দেখা;


অপূর্ব স্নিগ্ধ এ অবলোকন,
বেড়ে গেলো শতগুনে হৃদয়ের ঋণ;
নীরাদের মতো অতীতে দাঁড়িয়ে,
অনায়াসে থামালে অস্থির সময়ের দিন;


কোথায় তুমি খুঁজে পেলে আজ,
হঠাৎ অতীতের এ ধ্রুপদী আলো?
ঘুম আমার ভেঙে দিয়ে বারবার
অতীতের প্রণয়েরা দেখতে বলে গেলো,


তোমাকে ; .... বুক শেলফের পাশে,
ফুটে আছো অপরুপ সরল রূপে,
অতীতের মতো জীবনের এ চিত্রপটে,
যা ছিল এমনই নির্মল সাদা কালো ।


(07.09.2021)