কবি সাত যুগ ধরিয়া কবিতা লিখিলেন
             তাহার পর একদিন
                    কবিকুলের স্বর্গধামে উঠিয়া গেলেন


সাত দিন হইলো না পার
           ক্ষোভে ভরা এক প্রত্যুষে তার,
                   গৃহিনী; কপালের ঘাম মুছিয়া, আঁচল কোমরে গুজিয়া


১৪ টাকা কেজি দরে
         ঠোঙার সাত সাগরে
                  কবিতা ভাসাইয়া দিলেন


তাহাকে দেখিয়া মনে হইলো!
         কি যেন কি এক মুক্তির আলো
                 চোখের তারায় ফুটিতেই, বড় ব্যথিত হইয়া পড়িলেন।


(রচনাঃ ২৫.০৪.২০২০)