আর কথা বলবো না তোমার সাথে;
ভাসাবো না প্রদীপ আমার নিবিড় আঁধারে
শুনবো না পূর্ণিমার টোকা আমার জানালায়
"দূর হয়ে যা" দখিনা বাতাস বলবো যদি আসে দরজায়
গোলাপের সুগন্ধ স্তব্ধ করে দেবো গোলাপেরই কাঁটায়;


এবার লিখবো অশ্লীল কবিতা;
ক্ষেপিয়ে তুলবো যৌন আত্মা
কোমল জলে জ্বালাবো অসভ্য আগুন,
চড় দেব কষে ঐ চাঁড়ালকে, সবাইকে যে নাস্তিক নাস্তিক বলে,
আর সুশোভন সব নর ও নারীর সম্পর্কেও উত্তপ্ত রমণ কল্পনা করে;
লম্পটের মতো ডাকবো শত অভিসারিণীদের এই শহর জুড়ে
কবিতার আঙিনা থেকে
বিরহ আত্মাকে ছুঁড়ে দেবো শয়তানের আস্তানায়;


তুমি কি করবে? দ্রৌপদী হবে?
পঞ্চপান্ডবের পত্নী হয়ে জ্বালাবে আমার হৃদয়?
কর্ণের মতো মেনে নেয়া জীবন দুঃখে
                                 একদিন যেন আমার মৃত্যু হয়?


সে পথেই হাঁটলাম না হয়।


(২০.০৫.২০২২)