ধরো,


তোমার বাঙালী মনটা
একটা অনেক উচু শেল্ফ
সোজা উঠে গেছে ওপরদিকে
তাতে অনেকগুলো তাক


ঠিক আছে, এবার তুমি
সবচেয়ে ওপরের তাকে শ্রদ্ধাভরে
রেখে দাও


শেখ মুজিব, একাত্তর আর স্বাধীনতাকে


তারপর, তিনটি তাক ফাঁকা রেখে
বাকিগুলোতে ভরে নাও
যত ইচ্ছে
আমাদের রাজনৈতিক দ্বিধা-বিভক্তির কুশ্রী জঞ্জাল


শুধু মনে রাখবে
কিছুতেই যেন আমাদের বেহায়া অকৃতজ্ঞ জঞ্জাল
ছুঁ’তে না পারে


শেখ মুজিব, একাত্তর আর স্বাধীনতাকে।


বোঝাতে পারলাম?
হাত জোড় করে তোমাদের বলছি
এ তিনটি শব্দ, অপবিত্র করো না।


(রচনাঃ ১৬.০৪.২০২০)