আর কতকাল শীতের সন্ধ্যা;
মাগরেব ধ্বনিত যে সময়,
নিয়ন আলোতে সাজে রাস্তা;
মায়ামধুর;


সামান্য কথোপকথন,
কোনো বাড়ির দুয়ারে বা জানালায়;
মনে হয় মনকাড়া কোনো দুঃখী নাটকের
সুললিত সংলাপ; চিরায়ত;


এরকম শীতের সন্ধ্যায়,
সেই কবে থেকে যেন
বুকের গহীনে জাগে অনুভব;
বিষন্ন, বিষন্নতা, খুব একা
আমার চেয়ে কারো বেশী দুঃখ নেই
আমার চেয়ে এরকম একা কেউ নেই


নেই এমন অনভিপ্রেত জীবন কারো
যে জীবনে অবাঞ্ছিতরাই প্রমোদে বেশী হাসে,
আর নারীরা, রজনীকে বেসাতি হতে দেখে,
খুশিতে আত্মহারা হয়ে নাচে;


এরকম শীতের সন্ধ্যায়, কেন যে মনে হয়,
যাদের ভালোবেসে ছিলাম একদিন,
শুধু দূর থেকে একা;
যদি যাই আজ তাদের কাছে
করুণায় দেবে আশ্রয়;
বন্ধুরা বুকে টেনে নেবে,
কোনো স্মৃতিময় শীত সন্ধ্যার উদ্যান মুখর টানে;


ত্রিশ বছর হলো পার, একাধারে,
তবু আজও কেনো শীতের সন্ধ্যায়
দুঃখ ফুরোয় না
ফুরোয় না বিষন্নতা;


আহ, শীতের সন্ধ্যা!
তুমি আর আমায় করো না একা।


(অক্টোবর, ২০১৭)