যেদিন মৃত্যু হবে
দিও রজনীগন্ধা সহ আমার শবের ছবি ;
লিখে দিও শিরোনামে
তোমার গদ্যের অনন্য শব্দের টানে,
সবার মর্ম ছিঁড়ে বেদনায় ছোট্ট করে ;
"এ লোকটা ছিল এক অভাগা কবি
অভিমানে নিভিয়েছিলো
জীবনের নক্ষত্র সবই ;
তবে বলেছিলো একদিন কেনো জানি
দাও না ছড়িয়ে আমার একটি গল্প
একটি কবিতা
তোমার শত শত সমৃদ্ধ ঐ বন্ধুদের
প্রশংসামুখর সুন্দর মনে" ;


পারিনি সেদিন, ছিল বাধা,
ছিল লাইক কমেন্টের ঝগড়া ক্ষনে ক্ষনে  !
মৃত্যু সব কিছু সহজ করে, ক্ষমা করে  
তাই আজ পেরেছি কবি তোমার মৃত্যুর পরে
অনায়াসে করতে তোমাকে শেয়ার
আমার শৈল্পিক ফেইসবুকের টাইমলাইনে।


এই যে কবি যা কোনোদিন পাওনি
তুমি যা চেয়েছিলে পেলে অবশেষে
তোমার জন্য লাইক কমেন্টে ভরে উঠেছে
কবিতা গল্পের জন্য না হলেও
তোমার আত্মার শান্তি প্রার্থনায়
আমার ফেইসবুকের জনপ্রিয় অঙ্গনে।


ক্ষমা করে দিও,
মৃত্যুর মতোন মহান স্পর্শ কেউ না পেলে
আমার মত কিছু ফেসবুক দেবীরা
জায়গা দেয় না কাউকে
তাদের শৈল্পিক ফেইসবুকের টাইমলাইনে।


(১৯.০৯.২০২২)