পৃথিবী একদিন মুগ্ধ চোখে দেখলো,
শত শত বছরের নিপীড়নের পর,
যেন অবশেষে নিদর্শন দেখালেন ঈশ্বর;
এক কৃষ্ণ সুন্দর মানব - অধিষ্ঠিত হলো সাদা ডোম বাড়িটির সিংহাসনের ’পর!


সেই অনন্য আটটি মো-বারাক-বাদী শুভ্র কাল, ফুরোলো এক সময়;
মুগ্ধ পৃথিবীর মানুষগুলো তখন হতচকিত হয়ে দেখলো,
এ কোন অর্থ দানব! সেই একই আসনে অধিষ্ঠান পেলো!
কেমন করে, কোন যুক্তিতে, কোন জনতার, কিরূপ অভিমতে!
যে শুধু “ওয়াল আর দেয়াল” তোলার স্বপ্ন দেখে,
যে মধ্য জাহানের সুলেল সব বাগান ভেঙ্গে দেয়ার গর্ব করে,
শেয়াল দেবতার খবরকে প্রনতি দিয়ে, বাকি সব সংবাদের টুটি চেপে ধরে,
তার চোখের আকাশে খেলা করে বর্ণবাদী কড়া রঙসমূহ, তীব্র ঝড়ো আক্রোশে;


আজ মনে অনুভব আসে, সামান্য ভুল হয়েছিল, সেই বছর চারেক আগে;
আজ যাকে বিজয়ী দেখছি আমরা সুখে, লড়াইটা সেদিন দেয়া উচিৎ ছিল তাকে;
তাহলে হয়তো চারটি বছর সহ্য করতে হতো না - আশ্চর্য এই কিম্ভুতটাকে;


অন্তঃসারশূন্য শুধু কথাই বলে, যেন তার ধনবান স্যুট প্যান্টের সাথে,
তার অসাড় যত কথামালা! কোনো অর্থ থাকবার দরকার নেই তাতে!
কোনো বিষয়ে কিছু না বুঝে!
বাতাস থেকে খুঁড়ে খুঁড়ে ননসেন্স আর মিনিংলেস শব্দ খুঁজে খুঁজে,
ছিল তার দুর্দান্ত দক্ষতা, নিজেকে পন্ডিত ইমেজে প্রজেকশনে;
খুব মনোযোগ দিয়ে শুনলে! - বুঝতে পারতো যে কোনো বিচক্ষণ-জন;
কতটা চর্বিত চর্বন, জাবর কাটা প্রহসন,
অসাড় অবোধগম্য ছিল তার বক্তব্যমালা,
টোয়েন্টি ফোর সেভেন সকাল সন্ধ্যাবেলা!


আর করোনা ঘিরে!
তার প্রবল প্রগলভ প্রলাপ এই পৃথিবী কখনো ভুলবে না;
ভাগ্যিস করোনা এসেছিল,
আর পৃথিবীও যেনো রক্ষা পেলো বায়ুগ্রস্থ বিনির্মিত অন্ততপক্ষে দু’টি যুদ্ধ থেকে!
যেমন পেয়েছিল পৃথিবী, কাস্টম-মেইড এক মহা ভন্ড যুদ্ধ তার পূর্বপুরুষ ”ঝোপঝাড়” থেকে!


সারা দিন ট্যুইট, ট্যুইট, ট্যুইট!
পৃথিবীটা শুনে গেলো চার চারটি বছর,
প্রধানতম এক বিশ্ব মোড়লের ইডিয়টিক
উম্মাদ পক্ষী গীত, প্রতিদিন;
গণতন্ত্রের জীবনরস ছিঁবড়ে করে দেয়া কুৎসিত,
এক খোঁয়ারজাত জন্তুর মতো ঘোঁৎ ঘোঁৎ সুর সঙ্গীত,
গর্বিত সতত পশ্চিম যা নিয়ে, কেঁপেছিল প্রাণকেন্দ্রে যেনো সেই গণতন্ত্রের ভীত;


অবশেষে সমাপ্ত হলো!
সাদা ডোম বাড়িটির এক বায়ুগ্রস্থের উন্মাদকাল;
পড়ে আছে যে সবুজ গোল্ফ কোর্সে, কোনােক্রমেই মানছে না সে, পরাজয়;
আসছে না তার বায়ুগ্রস্থ মস্তিষ্ক অনুভবে - সে হেরে গেছে!
এবার জানাতে হবে প্রথাগত বিদায়;
তার নিউরনে প্রি-রেজিস্টার হয়ে আছে, আটটি বছরই কাটাবে সে!
দু'পর্ব সফলতার ঐ চুড়ান্ত বিচরনকালের চিহ্নটি,
বুকে বহন করেই সে বিদায় নেবে সাদা ডোম বাড়িটি থেকে;
“হলো না, হলো না! কেড়ে নিলো কারা, কোন ষড়যন্ত্র!”
ভাবছে বসে, গোয়ার গোবিন্দের মতো আর চিৎকার করছে,
তৃতীয় বিশ্বের প্রতিযোগীদের মতো  - “চুরি! চুরি! কারচুপি!!,
আবার গোনো!! আবার গোনো!! কে কোথায় আছিস!!
সবচেয়ে দামী কালো কাকেদের দল চাই, ঠোকরাবার জন্য স্বচ্ছ গণতন্ত্রের পিঠ!”


এই বায়ুগ্রস্থ উন্মাদ রেখে গেলো,
সফলতার তরে ব্যবহারযোগ্য এক অনবদ্য উদারহণ বাণী;
"তুমি যদি ভাবো - এ জীবনে কোনো কিছু হতে পারবো কি?
তখন মনে কোরো - এক মহা উজবুক, মহা উন্মাদ বায়ুগ্রস্থ!
হতে পেরেছিল সুযোগে অকস্মাৎ - সবচেয়ে সমৃদ্ধ স্বপ্নীল আরাধ্য ভুমির অধিপতি"।


(০৯.১১.২০২০)