হীন লোকে যদি বলে কটু বাক্য কটা
চোখের অঙ্গারে তুমি তা করবে বধ
কন্ঠের হুঙ্কারে ভূমি কাঁপবে আপদ
শুদ্ধি চোখে তবু যেনো নয় অশ্রুছটা
হীনলোকে আছে জেনো বিষ দাঁত ফোটা
নিভৃতে চকিতে শুধু ঘুরেফিরে বদ
তোমার বিপদে যেনো অশ্রুবানে নদ
ভিতরে অন্তরে নাচে আনন্দের বোঁটা


বর্জ্য সম হীন লোক ক্রুর হাতে তুমি
একটানে বিষ দাঁত টেনে ফেলে দেবে
রাজ ঘর থেকে খুঁজে নদী নালা ভূমি
দূষিত আগাছা তুলে মর্ত্য করো সুমি
জনমের শিক্ষা দিয়ে থামাতেই হবে
হও বীর হীন বধে হও তুমি রুমি।


(১৯.০৫.২০২০)


গঠন: পেত্রের্কীয় রীতি
ছন্দ: অক্ষরবৃত্ত
মাত্রা: ১৪ মাত্রা (৮+৬) (হাতেখড়ি! শুরু)
অন্তমিলঃ [ABBA+ABBA+CDC+CDC]


(*কবি তাওহীদ তালুকদার কে উৎসর্গ। তরুণ দ্রোহের কবি, শুদ্ধাত্মার কবি। হীন লোকের কটু বাক্যে চোখে তার অশ্রুছায়া পড়েছিলো, তা মুছে দিলাম আমার ক্ষুদ্র সনেট প্রচেষ্টায় - তাওহীদ, হীন লোকে যদি বলে কটু বাক্য, চোখের অঙ্গারে, কন্ঠের হুঙ্কারে, তুমি তা করবে বধ, কিন্তু তোমার শুদ্ধি চোখে যেনো না আসে অশ্রুছায়া।)