এক রাতে মৃত্যু হলো আমার;
আবদ্ধ গণতান্ত্রিক বারান্দা আর কোন বাধা নয়
এবং প্রশ্নবিদ্ধ নয়, আমার দেশপ্রেমিক আকাশ হৃদয়;
মুক্ত বিহঙ্গ আমি উড়ে বেড়াতে থাকলাম আমার স্বদেশ,
অন্ধকারচ্ছন্ন সব প্রহরগুলোর সাথে মিশে গেলাম বেশ অনায়াসে;
গ্রহন লাগা চন্দ্র সূর্যের উদয় এখন থেকে আর কোনো বিষয় নয়,
যেমন বিষয় নয় ক্ষুধার্ত মুখের অভিশাপ
রাজনীতির মৃত লাশের ওপর নারকীয় নৃত্য
না ফুরোনো অনাচারী ভৃত্যদের অশুভ হাসি;
স্বদেশের বুকে আগন্তুক সময় আর তার অপরিচিত মুখ
সর্বপ্রকার অবসন্নতা থেকে আমি মুক্ত;  
বেঁচে থাকার কালে যেসব অযাচিত নক্ষত্র পুড়াতো আমায় অহর্নিশ,
সব আমার হাতের মুঠোয় এখন পারিজাত;


যে রাতে মৃত্যু হলো আমার
সে রাত থেকেই,
সন্দিগ্ধতামুক্ত দেশপ্রেমিক নাগরিকের এক অভিজাত হাসি,
আমার ঠোঁটের রেখায় ফুটে উঠলো নিঃশঙ্কায়।


(২৪.০৮.২০২০)