সম্ভবত
খুব সংক্ষিপ্ত একটি যৌবন ছিল আমার;
কিছুতেই পাকড়াও করে
                     মুষ্টিবদ্ধ রাখতে পারিনি,
আঙ্গুলের ফাঁক গলে
            বালুর মতো ঝরে গেল সে যৌবন;
যেন বৃহৎ একটি উপন্যাসের
                       মাত্র দু'পাতার অধ্যায়!


কৈশোরের মগ্নচৈতন্যে দিশেহারা
আবিষ্কারগুলো সংরক্ষণের মাঝেই,
বাজিয়ে দেয়া হলো সবুজ সংকেত,
ধেয়ে গেল যৌবন বাতাসের আগে;


অপূর্ণ শখ, পরিকল্পিত অভীষ্ট অভিযানগুলো
           একটি কাগজে টুকতে না টুকতেই,
মধ্যাহ্নের প্রখর সূর্য এসে পুড়িয়ে দিলো
সে কাগজে লিপিবদ্ধ যৌবনকাল;


এখন এ অপরাহ্ণে বিমুঢ় চোখে লক্ষ্য করি
মরচে পড়া শরীর,
সমস্ত দেহজুড়ে খেলা করে
                  বিকেলের খয়েরী আলো;
অথচ স্মৃতির বুনোঝোপে জোনাকির মত
                                 এখনো জ্বলে
যৌবনের অনাস্বাদিত অনেক ঐশ্বর্যময় মুহূর্ত;


আর অদূরেই দেখি,  
সন্ধ্যা পর্বে প্রবেশের জন্য
হাতছানি দিচ্ছে নক্ষত্রের দরজাগুলো।


(03.09.2021)