৪.


সংখ্যাগরিষ্ঠের স্রষ্টা নাকি আরো বলে,
ছিটেফোঁটা তাঁর অপমান হলে,
সরাসরি যাবি তোরা যুদ্ধে,
                       মৃত্যু হাতে রেখে;
ব্যস! আধুনিক এই কলি যুগে,
যেনো তারা ঐশী বাণী শুনে ফেলে;
তাই ধর্ম উন্মাদনার এক রোগে এখন,
সবখানে জুজুবুড়ির মতন,
শুধু তাদের স্রষ্টারই অপমান দেখে।


৫.


সংখ্যাগরিষ্ঠের কোনো কোনো দেশে,
কাপুরুষোচিত ধর্মান্ধেরা,
বল প্রয়োগের ক্ষমতাটি রাখে,
শুধুমাত্র নিজের দেশের লোকের ওপরে;
আর অপরাপর সংখ্যাগরিষ্ঠ স্রষ্টাদের দিকে
ফাঁকা ফাঁকা হুংকার, তারা যুগপৎ ছাড়ে;
তবে ঐসব সংখ্যাগরিষ্ঠ বান্দারা যদি,
ক্ষেপে গিয়ে তাদের অত্যাধুনিক
সমর বহর নিয়ে দুর্দান্ত গতিতে তেড়ে আসে,
তখন এইসব "ছাল নেই তবু নাম তার বাঘ"
                                           কুকুরেরা,
লেজ গুটিয়ে লুকিয়ে যায়,
                        পর্বতগুহা আর পাহাড়ে।


৬.


উনিশ'শ সাতচল্লিশ সাল
আর এই পৃথিবীটা দেখেছিল,
মাত্র নতুন জন্মানো সংখ্যাগরিষ্ঠের দুটো দেশ,
কিভাবে একে অপরের ধর্মকে,
টুকরো টুকরো করে কেটেছিল;
আর একই সঙ্গে কেটে কেটে,
মানবতা নামের একটি ধর্মকে,
অন্তহীন রক্তের নদীতে পরিণত করেছিল।


এখনও আমাদের মাতৃভূমিগুলোর জঠরে,
সেই নদীটি জোয়ার তুলে হাহাকার করে ওঠে ।


(18.10.2021)