হে মানব,
তোমাদের স্বপ্ন!
মগজের অন্দরে,
             গ্রন্থিতে, মাংসপেশীর কোষে,
             হৃদপিন্ডের আম্রকাননে রেখে দাও সুপ্ত;


মানচিত্রের দাগে দাগে,
খন্ডে খন্ডে খন্ডিত ভূলুন্ঠিত ভূমিরাজ্যে,
তোমার স্বপ্ন তুলে ধরো না প্রকাশ্যে, - স্বৈরকের সামনে;

সর্বত্র আছে তারা জোটবদ্ধ স্বপ্ন কেড়ে নিতে;


যদি প্রকাশ্যে তুলে ধরো স্বপ্ন;
তাহলে ওপর থেকে,
ঐশী নিনাদ বায়ুমন্ডলে ভেসে আসবে;  


“নাগরিক, সংবিধান যন্ত্রে স্বাগতম!
তুমি জানতে, স্বপ্ন হতে হবে প্রাক অনুমোদিত
                স্বপ্ন হতে হবে কাস্টম মেইড
                আমরা দুঃখিত, তোমার স্বপ্ন নিষিদ্ধ করা হলো!


সংবিধানে গ্রন্থিত আছে,
কি স্বপ্ন তোমাকে দেখতে হবে।
            আমরাই বলে দেবো,
                              কি স্বপ্ন তোমাকে দেখতে হবে।
বিদায় নাগরিক! স্বৈরকপ্রভুর জয়! কর্মে ফিরে যাও এবার।”


(রচনাঃ ২৩.০৪.২০২০)