ঘুম ভাঙ্গেনি কারো, স্বপ্ন হয়নি সারা;
নক্ষত্র যারা এসেছিল, ফিরেও গেলাে তারা;
ঘুমটিই ছিল শ্রেয়, কেননা বৃথাই ছিল সব গল্প,
কাশবনের মতো অকারণ, দুলেছিল শুধু অল্প;


খুঁজে পাওয়া গেলো না নিদান,
তাই আসেওনি কোনো নির্বাণ অথবা অব্যর্থ কোনো বিধান;


আত্মাদের ভ্রমে পুরো মহাকাল জুড়ে ছিল স্বপ্নরা সতত স্বল্প;


মহাযুগের ঐ ঘুমের শিয়রে, স্বপ্নরা শুধু বিষাদ ব্যর্থ গল্প।


(১৭.০২.২০২১)