(মূল রচনাঃ "He Wishes for the Cloths of Heaven"
                                 by William Butler Yeats)


আমার যদি থাকতো, স্বর্গ হতে খচিত একটি চাদর
সোনা রূপা আলোয় ঝিলমিল
রাত্রি আলো আর গোধূলির মতো সে চাদর
কোমল বিষণ্ন এবং নীল
আমি সে চাদর, বিছিয়ে দিতাম তোমার পায়ের নীচে;


কিন্তু হায় দরিদ্র আমি, স্বপ্ন ব্যতিত আমার আর কি আছে
সেই স্বপ্নগুলোই! তাই ছড়িয়ে দিলাম তোমার পায়ের কাছে


আলতো করে ফেলো তোমার পা; কারণ তোমার পা, পড়বে যে আমার স্বপ্নের ওপরে।


(২০১০)