পথের মোড়টা ঘুরতেই
যদি ঘটে যায় অভাবনীয় কিছু;


হ্যালোজেন এক ঐশ্বরিক আলো,
আমাকে আবৃত করে;
জীবন বদলে দেয়া কোনো নতুন পরিচয়,
নতুন সূত্র, টুকরো কাগজে ঐশী নির্দেশ;
আঙ্গুল দেখাবে দিক, যাও, ওই দিকে জয়;


এতটা পথ,
জীবন দ্বন্দ্বে মার খেতে খেতে,
যখন স্তব্ধ সবকিছু;
হঠাৎ যদি
মিথ্যে থেকে বিশ্বাস
দুশ্চিন্তা থেকে সুখ
ভয় থেকে সাহস,


আমার সম্মুখে হঠাৎ
স্বর্গের সিঁড়ি;
উঠে যায় নিবিড় আলোতে, ডাক দেয় আশ্চর্য উচ্ছলতায়;


নতুন করে
প্রতিটি পথের মোড়ে
আসলেই,
এখন কাঁপে হৃদয়;
বাঁকটা নিলেই
ঘটে যাবে কি অভাবনীয় কিছু?


জলছায়ারা হাঁটে আমার পিছু পিছু।


(রচনাঃ ১৯.০৩.২০১৯)