একশ কবিতার ওজন কত?
কেজি প্রতি দর?
বাতাসে ছুঁড়ে দিলে উড়বে কি,
সারাটি জীবনভর?
নাকি মিশে যাবে মাটির ভিতর?


প্রগতিশীল যৌগ পৃথিবী,
মানবতা নারী মুক্তির কথা
ধর্মে ধর্মে শান্তির বার্তা
নিজস্ব প্রেম বিরহ দ্রোহ চেতনা
অনুবাদে ভরিয়ে কবিতার খাতা


সবই কি স্বার্থপর?


দু’একটি নাকি হাজার কবিতায়
হতে পারবো আপামর?


মাঝে মাঝে অশুভের দৌরাত্মে
খুব নির্জন হয়ে পড়ে


আমার কবিতার নির্মল চরাচর।


শুভ বন্ধুরা আসে তারপর
তারা চন্দ্রিমা, নক্ষত্র, রবির কর
সবার কবিতায় ধ্বনিত করি
একসাথে - ঈশ্বরের কন্ঠস্বর।


(২৫.০৭.২০২০)