সভ্য সুশীল শিক্ষা তো নেই, তাই তো ইতর শ্রেণী;
ধর্ম পড়েও হদিস তো নেই, অশীল ভাষার শনি;
সভ্য ঘরের সুধী জনের, অন্ধ বিবেক নাচে,
মাতাল এতোই আদান প্রদান, রুচি নামায় নিচে;


তোমরা কি আর সভ্য আছো, পড়ছো চটির ভাষা,
সভ্য ভাষার বণিক হয়েও, আদি রসটি চোষা;  
সভ্য ঘরে ঢুকে মদন, ময়লা করে ঘর,
লিখছে ইতর পড়ছো তুমি, দোষী পরষ্পর;


কপটাচারী সভ্য তুমি, এসো না আমার দ্বারে,
চড়তে থাকো অসভ্য ঐ, ইতর বাঁদর ঘাড়ে;
বড় বড় বুলি ছাড়াে, সভ্য ঘরের ভন্ড,
রুচিটা তোমার কোথায় গেলো, কােথায় শাসন দন্ড!


সভ্য ঘরে অবাক আমি তোমার রুচি দেখে!
আদি রসের চটি ইতর কোন সাহসে লেখে?
সভ্য ঘরের সুশীল ভাষায় নীচু জাতের ধ্বনি,
কে ঢোকালো সভ্য ঘরে এমন ইতর শ্রেণী?


(০৯.০৫.২০২১)