আমি যদি কাউকে ভালোবাসা দেখাই
দূর দিগন্তের লালীমায় উৎসব দেখতে পাই


আমার ছবি যদি টাঙানো হয় দেয়ালে
চাঁদমুখ এসে চুমু দেয় তার গালে


আমি যদি কারো অনুভবে মুগ্ধ হই
রূপসা নদীর রূপোলী মাছেরা আনন্দে করে হৈ চৈ


আমি যদি চুম্বন করি কারো ঠোঁটে
মৌন পাহাড়ে সহস্র হলুদ পন্ড-লিলি ফুল ফোটে


আমি যদি প্রার্থনা করি কারো জন্য স্নেহে
ঈশ্বর ঝরান অমিয় আলো আমাদের যুগ্ন দেহে


শুধু কিছু মানব! রুদ্র রোষে হয় রোদ্দুর, কাঠফাটা
স্নেহ-গোলাপের ডালে ভীড় করে সবুজ ঈর্ষা কাঁটা
বেগুনী স্তব্ধতা কেড়ে নেয়, কিছু মানবের বিনিময় মুখরতা।


(০৭.১২.২০২০)