সাড়ে তিনশ বছর ধরে,
বর্বর এক অত্যাচারের নাম ছিল ধর্মের নামে,
"স্প্যানিশ ইনকুইজিশন";


ধর্ম গ্রন্থের দোহাই দিয়ে,
যাজকেরা করতো জনজীবনের রক্তপান;
মন্দির শক্তির সামনে স্যাঙাৎ সম্রাটও থাকতো অবনত;
ঈশ্বরের নামে জনতা, অসহায় বোবা পশুর মতো,  
ধর্ম মোড়লদের যত অবিচার অত্যাচার সহ্য করে নিতো;


প্রাসাদ মন্দিরের দুরাচারে, একদিন ফুঁসে উঠলো জনতা ফ্রান্সে!
ইতিহাস বিখ্যাত সে বিদ্রোহটি,_ "ফ্রেঞ্চ রেভ্যুলুশন";
জনতার প্রচন্ড ক্ষোভে সৃষ্ট
অভিনব  "গিলোটিনে" চলে গেলো রাজা লুই এর গর্দান;
এরপরে শাসনে এলেন
বিখ্যাত সে যুদ্ধবাজ মহাসম্রাট নেপোলিয়ন;
তার দন্ডাদেশে অবশেষে হলো অবসান,
ধর্ম যাজকদের ধর্মের নামে মধ্যযুগের সে অত্যাচার
"স্প্যানিশ ইনকুইজিশন";


যুগে যুগে ধর্ম মোড়লেরা ধর্মের নামে বণিক সেজে
ঈশ্বনভীরু নিরীহ জনতার জীবনে দেশে দেশে  
ধর্ম বিধানের অপব্যাখ্যায় এনেছে,_
                 অত্যাচার, অবিচার, আর মনুষ্যত্বের অপমান।


(০৫.০৫.২০২১)


Spanish Inquisition (1478–1834)