ভালো লাগে আজও ষ্টেশনের ঐ হলুদ আলোটা;
                কেমন যেন কোমল মলিন বিষণ্ন;


থেমেছিল একদিন এরকম এক সান্ধ্যকালে ট্রেন,
নেমেছিল এক রাজকন্যা;
ভিজিয়েছিল পান পাতা হৃদয়ের নিবিড় জমিন;
নেড়েছিল আমার পানে তার কাঁচা হলুদ হাত;
মুহূর্তটির সৌন্দর্যের সাক্ষী ছিল,
অথবা সেটিই ছিল প্রভাবক,_হয়তোবা,
                     ষ্টেশনের ঐ হলুদ আলোটা;


আজও আমি ফিরে যাই;
কোনো কোনো সন্ধ্যেবেলায়,  
স্মৃতিদের ফেরাই, শুধু তোমাকেই নয়,
সেদিনের সে হলুদ আলো;
          মন কেমন করে দেয়া কোমল বিষণ্নতার;
যেনো ভাসছে আমার দুখের সিলুয়েট,
আধুনিকতার নগ্ন আলো আজ, যাকে করেছে সংহার।


(১৪.১১.২০২০)