বিদুষী আমার অপূর্ব রমণী,
তোমার প্রতিটি সুচারু শব্দের সুশীল দ্যোতনা
আমার মগ্নচৈতন্যের গহ্বরে সৃষ্টি করে
রূপকথার মতো স্নিগ্ধ নদীর ঝলমলে স্রোত
নক্ষত্ররা খচিত করে তাদের দ্যুতি
নির্মাণ করে নীলচে নিসর্গ আমার মৌন নিবিড় দেয়ালে
ঝরায় মেঘস্বর্গ রাজ্য হতে অমৃত বৃষ্টিজল
আমার সমুদ্র জীবনের সব তৃষিত মিনারে
তুলে আনে অতল মীনরাজ্য থেকে অনাদি প্রণয়ের সুর
আমার চন্দ্রিমা রজনীর নীলচে সমুদ্র জোয়ারে
বীর হেক্টরের মতন জাগায় আমার ধ্রুপদী বিষন্ণ বিবেক;


যতবার তুমি কথা বলো,
তোমার প্রেমে প্রতিবার অর্হ প্রেমিকের মতো
ঘটে আমার সুনেহ সুশীল অভিষেক ।


(২৬.০৪.২০২২)