তরুণ কবি,
বিপ্লবী বিদ্রোহী, কবি যুবরাজ;
রূপকে শব্দে, উপমা ছন্দে
ধ্বনিত করে চারপাশ, শিরে তুমি চড়াও
যোগ্য দ্রোহতাজ;
তুমি জ্বালাও ঝাড়বাতি,
সবুজ পাতার রাজ্য থেকে, তোমার কবিতার;
বিষন্ণ অধিপতি তুমি, বঞ্চিত জনতার,
গুড সামারিটান, দুঃখী মানবতার;
সংক্ষুব্ধ এই সাম্য সমরে
হে যোদ্ধা কবি, বলো তুমি কি করে?
ছিন্নমূল এক কবির তরে, হঠাৎ গড়ো
ভালোবাসার মিনার!
বঞ্চনা আর গঞ্জনায়, দীপ্ত তুমি ক্ষিপ্ত হয়ে,
রচো কাব্য প্রতি রাত্রি;
অবশেষে অবারিত করো রাজ্যদুয়ার;
কবিতার ওই ঘোড়সওয়ার,
হয়ে তুমি হও দিগ্বিজয়ী, আর মহৎ লুটেরা কবি,
আমাদের মুগ্ধতার,
আমাদের হৃদ্যতার,
আর
আমাদের বন্ধুতার।


(৩০.০৬.২০২০)


(* কবি শাহীনূর মুস্তাফিজ কে উৎসর্গ। বাকি স্নেহের উপাখ্যান কবিতায় দ্রষ্টব্য।)