ঠেলাওয়ালা ঠেলে, তোমার বিলাসের পাহাড়;
সামান্য কয়টা বাড়তি টাকায়, আমরা চাপাই আরো ভার,
                  অধিক তার ঠেলে নিয়ে যাবার ক্ষমতার;


দর দর করে খরতাপে, অবিরাম ঘাম ঝরে তার রাজপথে,
বিলাসী যানের দোর্দন্ড প্রতাপ, আর দানব ট্রাকের হাইড্রোলিক হুংকারে,
সামাল সামাল টাল সামলায়, আধপেটা শক্তি যত আছে
নগ্ন দু'পায়ে, তপ্ত পিচ খামচে চেপে ধরে দরিদ্র ঠেলাওয়ালা;


এই যখন ত্রাহি অবস্থা;
তুমি আমি ট্রাফিকটি, বিশালবপু বাস ড্রাইভার,
ধমকে ধমকে দিশেহারা করে ফেলি তাকে;


তার ঘর্মাক্ত মুখের অন্দরে দেখি, ক্ষোভ দুঃখ অপমানে,
অগ্নি বৃষ্টি ঝরে চলে,_কোনো নিরাকারের কাছে অনুযোগে,


"এ কোন্ জীবন দিলি তুই আমারে!
কেন দিলি এই জনম আমারে!
শুধু দু'মুঠো অন্ন যোগাতে, ঠেলি এ কোন্ ইতর জীবন,
                              
ঠেলি আমি কার অভিশাপে!"


(২৫.১২.২০২০)