(১)


জনতার হাহাকারে ভরে যায় দেশ;
তবু শুনি রাজা রাণী প্রাণ খুলে হাসে;
বিবেক আর লজ্জার নেই কোনো রেশ,
জনতার হাহাকারে ভরে যায় দেশ;
গপাগপ গিলে খায় অধিকার বেশ;
লুন্ঠিত জনতা কাঁপে শুধু ত্রাসে;
জনতার হাহাকারে ভরে যায় দেশ,
তবু শুনি রাজা রাণী প্রাণ খুলে হাসে।


(২)


বৈশাখ যদি আসো এনো মহা ঝড়,
ধ্বসে দিও দুরাচার করোনা দানব;
প্রশান্তি এনে দিও জনতার 'পর,
বৈশাখ যদি আসো এনো মহা ঝড়;
ভেঙ্গে দিও শোষক আর করোনার ধড়,
মুক্তির দিশা খোঁজে বাংলা মানব;
বৈশাখ যদি আসো এনো মহা ঝড়,
ধ্বসে দিও দুরাচার করোনা দানব ।


(৩)


দিবস রজনী আমি বিদ্রোহ লিখি,
গালি দেই দেশটাকে অক্ষম রাগে;
শোষকের দোষ তাতে স্বদেশের কি?
দিবস রজনী আমি বিদ্রোহ লিখি;
দেশের গর্বকে শুধু ধুলোতে মাখি,
সিনায় সাহস নেই তবু ভালো লাগে;
দিবস রজনী আমি বিদ্রোহ লিখি,
গালি দেই দেশটাকে অক্ষম রাগে।


(১১.০৪.২০২১)


(প্রিয় কবি শহীদ উদ্দীন আহমেদ, আপনার দু'টো ট্রায়ােলেটের মাধুর্যতায় মুগ্ধ হয়ে, আমিও লিখলাম। সুতরাং, প্রিয় কবি আপনিই অনুপ্রেরণা, আমার এই ট্রায়োলেট প্রয়াসটিতে। ধন্যবাদ প্রিয় কবি।)