পিটিয়ে পশ্চাৎ তুলে দে ছাল
জ্ঞানের মূত্র ঐ উগ্র মুখে ঢাল
খেটে খেতে হয়না
অসভ্য বায়না
মরু বাঁদর সব - ধর্মান্ধ বেসামাল।


বাংলার মাটিতে এসব কি জীব!
বাংলার খেয়ে দেয়ে মরুতে উদগ্রীব?
দান খয়রাতে বাঁচে
বিকার ভাবনা নিয়ে নাচে
অচল শিক্ষায় - অবাঙালি যত ক্লীব।


শিল্প ও নারীর দেশ, এই বাংলাদেশ
বাঙালি সংস্কার, ধর্ম শান্তি আর,
শেখ মুজিবের দেশ এই বাংলাদেশ;
কিম্ভুত মরু জন্তু সাবধান
বাংলার অনুভবে শুদ্ধ কর প্রাণ
জাগে যদি বাঙালি, তবে তোর বৃত্তান্ত শেষ।


পেঁচিয়ে ধর্ম - তার, রক্ষণাবেক্ষণ কারবার,
নীরব বাঙালির রণহুংকারে হবে তোর,
ধর্মান্ধ - বাচাল দুনিয়া ছারখার।


একাত্তর কি দেখবি আরেকবার?


(৩০.১১.২০২০)