(মূল রচনাঃ When You Are Old
                  By W. B. Yeats)


তুমি যখন বয়সীনি হবে, ধূসর হবে যখন সে জীবন,
আগুনের পাশে, শরীর জুড়ে ঘুমে তুমি দুলছো যখন;
এই বইটি হাতে তুলে নিয়ো,
                            পড়ো তুমি ধীরে ধীরে;
তোমার দৃষ্টির কোমলতা, তার ছায়াদের গভীরতা,
    যেরকম ছিলো একদিন; স্বপ্নপটে দেখে নিও।


কতজন যে তোমার প্রীত অনুকম্পার, কৃপাপ্রার্থী ছিলো,
                              সত্য অথবা মিথ্যের আবরণে,
তোমার সৌন্দর্য্যই শুধু ভালোবেসেছিলো;
      কিন্তু একজন খুব ভালোবেসেছিলো,
                               তোমার তীর্থযাত্রিক আত্মাটি,
আর ভালোবেসেছিলো, প্রতিটি বয়সে বদলে যাওয়া
                      মুখশ্রীতে, তোমার দুঃখের অভিব্যক্তি।


আগুনে আভাময় দন্ডগুলোর পাশে, ঝুঁকে এসে
                বোলো তুমি, কিছুটা দুঃখী সুরে আনমনে;
কিভাবে ভালোবাসা পালালো একদিন!
ওপরের ঐ পর্বতে; হাঁটাহাঁটি করে নিলো খুব!
এরপর নক্ষত্রের ভীড়ে, চিরতরে লুকোলো তার মুখ।


(২০.০৬.২০২০)


(অনুবাদ করতে গিয়ে দেখি, ভাবানুবাদ ছাড়া হচ্ছে না, তাই কবি
বন্ধুরা দেখে নেবেন মিলিয়ে কষ্ট করে হলো কিনা? ইয়েটস এর
কাব্যসমগ্র আগেই ছিলো আমার কাছে, কিন্তু এর ব্যঞ্জণা আমার
হৃদয়ের গভীরে প্রবেশ করালো অপর্ণা সেন, তার পরিচালিত একটি
চলচ্চিত্রের মাধ্যমে। সেখানে অবশ্য দ্বিতীয় স্তবকটার মাধূর্যই তিনি
তুলে ধরেছিলেন বেশী।)