ভীষণ দুঃখ পেয়েছি;
বা বাহুতে বেঁধেছি কালো স্মারক;
ভেঙ্গে দিয়েছি বালির প্রাসাদের যতো বাতুলতা;
চোখে মুখে কানে গুজে দিয়েছি নিরাসক্তির ঠুলি;
দেখবো না সঙ সেজে নাচা পৃথিবী,
বলবো না কোনাে মানবীর শিল্পকলা,
শুনবো না কোনো বিদূষকের তিক্ত কথামালা;
আজ থেকে উন্নাসিক স্রোতের মতো শুধু ভেসেই যাবো,
তাকাবো না পেছন ফিরে, পাবো না অযাচিত কোনো দুঃখ;


সব কিছু রেখে গেলাম;
নিতে হলো দু'একটা উপকরণ,
অজানা পথে সবারই লাগে কিছু না কিছু চেনা অবলম্বন;
আমি চাই না হতে সিদ্ধার্থ
চাই না হতে লালন;
তাদের পুরো দর্শন জানার আমার কোনো প্রয়োজন নেই;
শুধু সেটুকুই, আত্মা মাঝে কি করে বসিয়েছিল তারা
নির্মোহ আর উদাসীনতার মহার্ঘ্য অনুভব;
বস্তুবাদী দেহ সত্তা ভেদ করে দৃষ্টি ভাসিয়ে রেখেছিল
কোন কৌশলে, উচ্চতর এক নির্বাণে;


ভালোবাসার স্বতঃসিদ্ধে সতত হৃদয় রেখে,
ভীষণ দুঃখ পেয়েছি;
বা বুকে থামিয়েছি প্রেমের স্পন্দন;
উদাসীনতা ব্যতিত এখন, প্রয়োজন নেই
জীবন অনুভবের অন্য কোনো উপকরণ।


(০৪.১২.২০২০)