ভাল লাগে না কোনো কিছু ;
তবু ছুটি শুধু পিছু পিছু !
দরকার নেই দরজা খুলে দেখি,
চাই না তবু জানলায় দেই উঁকি ।


ভালো লাগবে না কখনো আর ;
পায়ের কাছে ভাঙেনি নদীর পার ;
মাথার ওপর মুক্ত দেখিনি আকাশ ;
চার দেয়ালই নিয়েছি বাঁচার নিশ্বাস ।


ভালো লাগার দিন সীমানা পেরিয়ে শেষ ;
হলো না তো অভ্যেস হবার নিরুদ্দেশ ;
না হলে ভাবো কত অভিজ্ঞতা হতো !
গল্প বোলে বোলে সুখে হাসতাম
তোমার মতো ।


খুব ভালো আছি তাহলে আমি বলতাম !
অভিবাদনে প্রশংসা লুটে নিতাম ;
তখন কিন্তু দেখতে না বঞ্চিত এ কালো মুখ ;
অভিযোগে আমার
কষ্ট পেতো না তোমার বুক ।


আমারো তো দাবী ছিল সমুদ্র স্বর্গ রাত ;
বেয়ে উঠে চূড়ায় জীবনের মহা চিৎকার
ঐ পাহাড়ে চন্দ্রনাথ ।


(২৯.০৯.২০২২)