ভালোবাসা ভালোবাসা, ভালোবাসার নামে,
সংজ্ঞা দিলো শত জ্ঞানী মহাযুগের খামে;
ভালোবাসা ঘন মেঘে, ঘোরে বর্ষণ হওয়া,
ঘোর ফুরোলে ভালোবাসা নিরুদ্বেগে হাওয়া;


ভালোবাসা গাজর মুলো গাধা হয়ে থাকা,
পয়সা ছাড়া ভালোবাসা একটু কঠিন টেকা;
ভালোবাসা সাঁতরে নেয়া প্রবল স্রোতের নদী,
ঘর সাজালেই তর্ক ওঠে যদি..যদি..যদি...;


ভালোবাসা গোলাপ কাঁটা ক্ষরে হৃদয় রক্ত,
ভালোবাসা গােলাম বিবির শেকল ভাঙ্গা শক্ত;
ভালোবাসার মূলে আবার দারুণ একটা খেলা,
পারঙ্গমে ব্যর্থ হলে জোটে অবহেলা;


ভালোবাসায় মিথ্যা অনেক গুপ্ত সুপ্ত থাকে,
পড়লে ধরা তড়িঘড়ি শাক দিয়ে মাছ ঢাকে;
ভালোবাসা দ্বিধার চূড়া সত্য হৃদয় খোঁজা,
ভালোবাসা তীব্র সুখের আবার ভীষণ বোঝা;


ভালোবাসা না জুটিলে স্বর্গ দিকে হাঁকা,
ভালোবাসা ছাড়া কিন্তু কষ্ট বেঁচে থাকা।


(১৩.০২.২০২১)


ধরন: চতুর্দশপদী
ছন্দঃ স্বরবৃত্ত
মাত্রাঃ ১৪ মাত্রা (৮+৬)