ভালোবাসা ভালোবাসা মোহময় ঝড়,
তারপর ভালোবাসা তাকের ওপর
থেকে যায় শুকে যায় হয় থুত্থুরি,
ভালোবাসা তখন ঐ চাঁদের বুড়ি;


ভালোবাসা ঘটি বাটি লােটা কম্বল,
ঝাল দেয়া তরকারী বাড়ে অম্বল;
দাস হয়ে অভ্যাসে শেষ সম্বল,
ভালোবেসে হয় গাধা হয় ভোম্বল;


ভালোবাসা কতদিন গৃহে পাতা দৈ?
বাজারেই যেতে হয় খেতে হয় খৈ!
ভালোবাসা ওরে বাবা কি যে হৈ চৈ!
ভালোবাসা জ্বল জ্বলে রবিদা’র বই;


ভালোবাসা বড় বড় শপিং এর মল,
দামী দামী গাড়ি বাড়ি শাড়ির আঁচল;
ভালোবাসা বেলী ফুলে পায় না তো দাম,
পেট মোটা মানিব্যাগে ভালোবাসা জাম;


ভালোবাসা একদিন কবিতার পাতা,
তারপর কর কাটা ট্যাক্সের খাতা।


(১৩.০২.২০২১)