কোনো নারীকে ভালােবাসলে,
       অনাস্বাদিত কিছু সুখ-দুখের সাথে পরিচয় হয় প্রথমবার;
ঘুম রাত্রির দরজায় গুঞ্জন করে সারাক্ষণ,
                          নির্ঘুম সে সব দুঃখ-সুখ;
ঘুমোতে ইচ্ছে করে না,
              যেন হারাতে চাই না এক মুহূর্তও, সে প্রেমের অনন্য উপলব্ধি;


সুখটি এতোই সুন্দর, পুরো জীবনকে ক্ষমা করে দিতে ইচ্ছে করে,
ফোটাতে ইচ্ছে করে সারা পৃথিবীতে, ভালােবাসার অচেনা ফুল;
দুঃখটি, কোনো মৃত্যুর আক্ষেপে প্রচলিত দুঃখ নয়,
             তবুও মৃত্যুর মতোই কিছুকে যেন, অকারণ আপন মনে হয়;


রমনী যদি বিদায় জানায়,
           নিরুপম সুখ-দুঃখগুলো থেকে যায় সত্তার সাথে চিরকাল;
রমনী যদি থেকে যায়,
           আর সব সাধারণ সুখ-দুঃখের পাশে একসাথে দাঁড়ায়;
                    তাদের অনির্বচনীয় স্বাতন্ত্র্যের রহস্য সম্ভার, যেন হঠাৎই হারায়।


(২৮.০১.২০২১)


(*এই কবিতাটি প্রিয় কবি শামীনুল হক হীরা'র "মনে মনে ভালবাসি" কবিতাটির মন্তব্য লিখতে গিয়ে মননে সৃষ্টি হতে থাকে। তাই কবি এবং তার কবিতার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি)